ন্যাভিগেশন মেনু

ভারত পাচারকালে নারী-শিশুসহ ৩৬ জন আটক


ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-শিশুসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার (৯ ডিসেম্বর) বিরামপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া পাচারকালে তাদের আটক করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘ভারতে অবৈধভাবে প্রবেশকালে নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। দুপুরে আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। পলাতক আসামি সাহার আলী, সোহেল রানা ও শুকুর আলী সরকার এ তিনজন নারী ও শিশু পাচারসহ অন্য অপরাধেও জড়িত আছে, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলা সূত্রে জানা গেছে, ‘বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রামের সীমান্ত পিলার ২৯১/২৫ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহার আলী ও সোহেল রানার বসতবাড়ির আঙিনা থেকে ভাইগড় বিওপির-২০ বিজিবি আটক করে।’

এমআইআর/ওআ