ন্যাভিগেশন মেনু

আর্জেন্টাইন সাবেক কোচ সাবেলা আর নেই


লিডস ও শেফিল্ড ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ আলেহান্দ্রো সাবেলা আর নেই।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে দেশটির পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ স্তরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাবেলার মৃত্যুর খবর জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ নভেম্বর বুয়েনোস আইরেসের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছিলেন এই আর্জেন্টাইন কোচ।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক ট্যুইট বার্তায় জানিয়েছে, ‘আলেহান্দ্রো সাবেলার মৃত্যুতে পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন মুহূর্তে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

আর্জেইন্টান কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক ম্যানেজার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মাত্র দুই সপ্তাহের মধ্যে সাবেলার মৃত্যুর খবর আসলো।

ম্যারাডোনার সাথে চুক্তি করতে ব্যর্থ হবার পর শেফিল্ড ইউনাইটেড থেকে সাবেলাকে উড়িয়ে এনেছিল রিভার প্লেট।

২০০৯ সালে তার অধীনে এস্তাদিয়ানেটস কোপা লিবারেটেডর্সের শিরোপা জিতেছিল। ২০১১ সালে সাবেলা আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়ে ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

১৯৭৮-৮০ সাল পর্যন্ত সাবেলা ব্লেডসের হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন। এরপর লিডসে যোগ দিয়ে ২৩টি ম্যাচ খেলেন।

এস এ/এডিবি