ন্যাভিগেশন মেনু

আমি হোয়াইট হাউসে প্রথম নারী, তবে শেষ নই: কমলা


যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘আমি হোয়াইট হাউসে প্রথম নারী হতে পারি, তবে আমিই শেষ নই।’

তিনি বলেন, ‘তার বিজয় নারীর জন্য কেবল সূচনা মাত্র। আজ রাতে প্রতিটি কন্যা শিশু দেখছে, এটি একটি সম্ভাবনার দেশ।’

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে ডেলাওয়্যারের উইলমিংটন থেকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যদিও এই অফিসে প্রথম নারী হতে পারি, তবে আমি শেষ নই।’

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কমলা হ্যারিস আমেরিকান ভোটার এবং সংগঠকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমেরিকান জনগণ, যারা আমাদের দেশটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য ভোট দিয়েছে তাদের ধন্যবাদ।’

‘বেশ কয়েকমাস সাম্য ও ন্যায়বিচারের জন্য আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। দুঃখ, কষ্ট, বেদনা, উদ্বেগ ও সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা আপনাদের ধৈর্য, সাহস, সহনশীলতা ও সহানুভূতি দেখেছি। আপনারা ভোট প্রদান করে স্পষ্ট বার্তা দিয়ে ঐক্য ও সত্যকে বেছে নিয়েছেন।  আপনারা আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নিয়েছেন।’

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। পিতা অধ্যাপক ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তারা দুজনই বিজ্ঞানী। কমলার মা শ্যামলা গোপালন ইউনিভার্সিটি অব ইলিনয়ে ব্রেস্ট ক্যানসার গবেষক হিসেবে যোগ দেন। বাবা-মায়ের বিচ্ছেদ হলে মা ছিলেন মূলত কমলার ছায়াসঙ্গী।

২০১০ সালে কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি।

সিবি/এডিবি