ন্যাভিগেশন মেনু

আর্মেনিয়ার হামলায় নিহত ১২ আজারবাইজানিয়ান


আজারবাইজানে আর্মেনীয় সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক আজারবাইজানের নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪০ জন।

শনিবার (১৭ অক্টোরব) আজারবাইজানের জেনারেল প্রসিকিউটরের অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলার বিষয়ে একটি ট্যুইট বার্তায় আজাবাইজানের প্রেসিডেন্টের সহযোগী হিকমেত হাজিয়েভ বলেন, ‘বেসামরিক নাগরিকদের ধ্বংসস্তূপ থেকে নিরাপদে বের করে আনার জন্য উদ্ধার কাজ অব্যহত রেখেছে উদ্ধারকারী বাহিনী। এ হামলায় আজারবাইজানের গাঞ্জা শহরের ২০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে।’

প্রসঙ্গত, আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এমআইআর/ এডিবি