ন্যাভিগেশন মেনু

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা মারা গেছেন


আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি টেলিভিশন তার মৃত্যুর খবর ঘোষণা করেছে।

বুতেফ্লিকা প্রায় দুই দশক ধরে দেশকে নেতৃত্ব দিয়েছেন। পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১৯ সালে ব্যাপক বিক্ষোভ ও সামরিক বাহিনীর চাপে তিনি ক্ষমতা থেকে সরে যান। 

তিনি ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এক দশকের গৃহযুদ্ধের পর বৌতেফলিকা ১৯৯৯ সালে সামরিক বাহিনীর তাগিদে প্রাক্তন ফরাসি উপনিবেশ হিসাবে আলজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এই গৃহযুদ্ধে প্রায় দুই লাখ লোকের মৃত্যু হয়েছে।

২০১৩ সালে স্ট্রোকের পর থেকে বুতেফ্লিকাকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে।

তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৬২ সালে ফ্রান্স থেকে আলজেরিয়ার স্বাধীনতার পর। তিনি বিশ-এর দশকের মাঝামাঝি বিশ্বের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, যা এখনও একটি রেকর্ড।

শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আলজেরিয়রা তাকে ‘বুতেফ’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি

এডিবি/