ন্যাভিগেশন মেনু

আলমডাঙ্গায় পুলিশের সোর্সকে হত্যা


চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাকিমপুর থেকে মনিরুল ইসলাম মনি নামের পুলিশের এক সোর্সকে কে বা কারা হত্যা করে বাড়ির পাশে পুকুরপাড়ে ফেলে রেখে যায়। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম মনি (৪০) আলমডাঙ্গা উপজেলার খাশকররা ইউনিয়নের হাকিমপুর মাঝেপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসাবে কাজ করে আসছেন বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মনিরুলের মোবাইল ফোনে কে যেন কল করে। তার পরপরই সে বাইরে বের হয়ে যায়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন মনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মনিরুলের স্ত্রী নাছিমা খাতুন বলেন, তার স্বামী মনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসাবে কাজ করে আসছে। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে, মনিরের প্রতিবেশি মুঞ্জুর আলী জানান, 'রাত সাড়ে ১০টা বা ১১টার দিকে ঠাস করে কিসের যেন শব্দ হয়। বাইরে বের হয়ে দেখি মনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, 'বাড়ির অদুরে একটি পুকুরপাড় থেকে মনিরুল ইসলাম মনি নামের একজনকে উদ্ধার হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে, কেউ তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মনির লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এন আই/এডিবি/