ন্যাভিগেশন মেনু

নীলা রায় হত্যা মামলার প্রধান আসামী মিজান গ্রেপ্তার


সাভারের আলোচিত স্কুলশিক্ষার্থী নীলা রায় (১৪) হত্যা মামলার মূল আসামী মিজানুর রহমান চৌধুরী (২১) সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টা নাগাদ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হত্যাকান্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি।
গ্রেপ্তারকৃতরা হলো মামলার মূল অভিযুক্ত সাভারের পৌর এলাকা দক্ষিনপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান চৌধুরী (২১), একই এলাকার সিরাজুল ইসলাম শিরুর ছেলে সাকিব (২০), এবং জয় (২০)। এনিয়ে এই মামলায় মোট ৬জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি  দৈনিক বাংলাদেশ পোস্টকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় নীলা রায় হত্যাকান্ডের মূল অভিযুক্ত মিজানুর রহমান চৌধুরীসহ ঘটনার সাথে জড়িতরা। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা সেলিম পালোয়ান (৪২) নামে মিজানের এক সহযোগীকে আটক করা গেলেও, বারবার অবস্থান পরিবর্তন করার কারনে মিজানকে গ্রেপ্তারে বেগ পেতে হয় পুলিশকে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০ টা নাগাদ সাভারের রাজফুলবাড়িয়া এলাকা কর্নেল ব্রিক ফিল্ডের পাশের জনৈক পারভেজের একটি টিনসেড বাড়ি থেকে মিজান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য শনিবার সকালে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) রাতে বখাটের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন সাভারের এসেড স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী নীলা রায়। ঘটনার পরদিন সোমবার নীলা রায়ের বাবা নারায়ণ রায় বাদি হয়ে হত্যাকান্ডে অভিযুক্ত  মিজানুর রহমান সহ মিজানের মা-বাবা ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এন এম / ওয়াই এ/ এস এস