ন্যাভিগেশন মেনু

আশাশু‌নিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু


সাতক্ষীরা জেলার আশাশু‌নিতে সেপটিক ট্যাংকা পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার পুঁইজালা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। কাজ শুরু করার কিছুক্ষনের মধ্যে তার কোন সাড়া না পাওয়ায় স্থানীয় পুইজালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাড়ির মালিক জগদীশ সানা সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে দেখতে মদনকে খুঁজতে থাকেন।

কিছুক্ষণ পর জগদীশের কোন সাড়া না পাওয়ায় তার ভাইপো তপন সানা সেপটিক ট্যাঙ্কের ভেতর মুখ ঢোকান। কিছুক্ষণ পর তারও সাড়া পাওয়া যাচ্ছিলনা।

পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে জগদীশ সানা ও মদন দাস মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তপন সানা। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর জানান, সেপটিক ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতায় তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

এডিবি/