ন্যাভিগেশন মেনু

আষাঢ়ে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা


বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠায় আকাশে উড়ে আসা মেঘমালার আনাগোনা বেড়ে গেছে। যার ফলে জুলাই মাস জুড়ে সারাদেশে স্বাভাবিক বা ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়,  ৭ জুলাইয়ের পর বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আষাঢ় মাসের শুরু থেকে প্রতিদিনই আকাশ কালো মেঘে ছেয়ে থাকছে। গতকাল সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির দাপট।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, আগামী ২৪ ঘন্টায় সারদেশের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বাংশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে।

ওয়াই এ/ এডিবি