ন্যাভিগেশন মেনু

করোনাকালে জনপ্রিয়তার শীর্ষে পরকীয়া ডেটিং অ্যাপ


একঘেয়ে সাংসারিক জীবনে নিঃসঙ্গতা দূর করতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে যায় অনেক বেশি। জনপ্রিয় হয়ে ওঠে একাধিক অ্যাপও। কিন্তু জানেন কি, ওই জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে এমন একটি অ্যাপ, যা কিনা পরকীয়া প্রেমে সাহায্য করে।

শুনতে অবাক লাগলেও বাস্তবে রয়েছে এমন বিবাহ বর্হিভূত ডেটিং অ্যাপ। নাম গ্লেডেন‌। এটির কাজও অন্যান্য‌ সাধারণ ডেটিং অ্যাপের মতোই। অর্থাৎ অ্যাপটির সাহায্যে যে কেউ নতুন বন্ধু পাতাতে পারেন। তা তিনি বিবাহিতই হোন বা অবিবাহিত, সমস্যায় পড়তে হবে না। এছাড়াও থাকে একাধিক ফিচারও।

করোনার কারণে জারি হওয়া লকডাউনে পরকীয়া প্রেমে মজেছেন অনেকে। একঘেয়ে সাংসারিক জীবনে সময় কাটাতে বা নিঃসঙ্গতা দূর করতেই নানান ডেটিং অ্যাপ ইনস্টল করেছেন। আর তার মধ্যেই অন্যতম বিবাহ বর্হিভূত এই ডেটিং অ্যাপ গ্লেডেনের ইউজারের সংখ্যাও হু হু করে বেড়েছে।

এখনও পর্যন্ত ভারতে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। আর হবে নাই বা কেন!‌ পরকীয়া প্রেমে সম্প্রতি সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে বেশিরভাগই মুম্বই, দিল্লি , বেঙ্গালুরু , হায়দরাবাদ, কলকাতার মতো বড় শহরে বসবাস করেন।

এস এস