ন্যাভিগেশন মেনু

ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজে লিড অজিদের


অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ২৫১ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে লিড পেল অজিরা। 

ম্যাচ নির্ধারণীর দিনে ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নিজেদের চতুর্থ ইনিংসে একশ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে। এরপর আর ম্যাচে ফেরা হয়ে উঠেনা স্বাগতিকদের। অন্যদিকে লায়ন-কামিন্সদের দাপটে জয় দেখতে থাকে অস্ট্রেলিয়া।

এরআগে চতুর্থ দিনে বিনা উইকেটে দলীয় ১৩ রান করে মাঠ ছাড়ে ইংল্যান্ড । তবে শেষ দিনে ফের ব্যাটিং করতে নামলে শুরু থেকেই বিপদে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে টেলএন্ডার ব্যাটসম্যান ক্রিস ওকস। এছাড়া ২৮ রান করে আসে জেসন রয় ও জো রুটের ব্যাট থেকে। এর ফলে ১৪৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

আরো পড়ুন :

সাকিবকে নিয়ে রোডসের আশাবাদ

এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রান করে। জবাবে ইংল্যান্ড ৩৭৪ করে লিড নেয়। তবে দ্বিতীয় ইনিংসে অজিরা ৭ উইকেট হারিয়ে ৪৮৭ রানের বড় স্কোর গড়লে বিশাল টার্গেট দাঁড়ায় স্বাগতিকদের সমনে।

অন্যদিকে এ ম্যাচে দুই ইনিংস মিলে ৯ উইকেট লাভ করেন ডানহাতি অফস্পিনার লায়ন। এক বছরের বেশি সময় পর নিষেধাজ্ঞা থেকে ফিরে দুই ইনিংসে যথাক্রমে ১৪৪ ও ১৪২ রান করেন স্মিথ। মূলত স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরি ও শেষ ইনিংসে বোলারদের দাপটের কাছেই হারতে হল স্বাগতিকদের।


এমআইআর