ন্যাভিগেশন মেনু

ইংল্যান্ডে পৌছেই কোয়ারেন্টিনে উইন্ডিজ ক্রিকেট দল


করোনা আতঙ্কে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন যখন স্থবির ঠিক সেই সময়ে করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

মঙ্গলবার (৯ জুন) সকালে প্রাইভেট চার্টার ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ থেকে ম্যানচেস্টারে পৌঁছায় ক্যারিবীয় ক্রিকেট দল।

তবে সিরিজ শুরুর আগে আগামী তিন সপ্তাহ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে।

দেশ ছাড়ার আগে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি। ক্রিকেট এবং খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বড় একটা ধাপ এটা। খেলার নতুন এই পর্যায়ের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে।’

করোনা সংক্রমণ এড়াতেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৬ জুলাই থেকে দ্বিতীয় আর ২৪ জুলাই থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

এমআইআর/ এডিবি