ন্যাভিগেশন মেনু

ইউনাইটেডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৩০ লাখ করে ক্ষতিপূরণের নির্দেশ


রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আগুন লেগে মারা যাওয়া ৫ রোগীর পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ১৫ দিনের মধ্য এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন।  তবে একটি পরিবার আদালতের বাইরে মীমাংসা করায় সে বিষয়ে কোন আদেশ দেননি আদালত।

রাজধানীর গুলশানে বহুতল ইউনাইটেড হাসপাতাল ভবনের পাশে মূল ভবনের বাইরে ছিল ২০ ফুট বাই ১০ ফুট অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার। গত ২৭ মে রাতে আগুন ধরে যায় হাসপাতালের স্পর্শকাতর এই অংশে। এতে চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়।

এডিবি/