ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্রের ম্যাচ ১-১ গোলে ড্র


ইউরো কাপের ডি-গ্রুপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ০-১ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। এবার দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে নক-আউটের রাস্তা কঠিন হয়ে দাঁড়াল ক্রোয়েশিয়ার।

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে এক গোল পিছেয় থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে ক্রোয়েশিয়া। পরে খেলার শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি মদ্রিচরা।

খেলা শুরুর ৩৫ মিনিটের মাথায় নিজেদের বক্সে লভরেন ফাউল করে প্যাট্রিক সিককে। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি চেক রিপাবলিক। ৩৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে প্যাট্রিকই দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়াধের শুরুতেই গোল করে ক্রোয়েশিয়াকে ১-১ সমতায় ফেরান পেরিসিচ। শুরুর দুই মিনিটের মাথায় ক্রামারিচের পাস থেকে গোল করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করলেও দু'দলের কেউই গোলের দেখা পাননি। ফলে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে হয় দু'দলকে।

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ ড্র করার ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্র ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। এই অবস্থায় ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে শুধু জিতলেই চলবে না, বরং নক-আউটে জায়গা করে নেওয়ার জন্য ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

এডিবি/