ন্যাভিগেশন মেনু

ইউরোপিয়ান লিগ খেলতে বাধা নেই ম্যানসিটির


উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলতে আর কোনও বাধা নেই ম্যানচেস্টার সিটির। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আদালত সিএএস এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এক বিবৃতিতে জানায়, ‘স্পনসরদের থেকে প্রাপ্ত অর্থের হিসাবে কোনও গণ্ডগোল পাওয়া যায়নি। ম্যানসিটির বিরুদ্ধে থাকা অভিযোগগুলো নিয়মবহির্ভূত নয়। নিয়ম ভাঙার প্রমাণ না থাকায় নিষেধাজ্ঞা দেওয়াও উচিৎ নয়।’

উল্লেখ্য, স্পনসরদের থেকে আয়ের আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘনের অভিযোগে চলতি বছর ফেব্রুয়ারিতে জানানো হয়েছিল আগামী ২০২২/২৩ মৌসুম পর্যন্ত ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ম্যানসিটি।

এমআইআর/এডিবি