ন্যাভিগেশন মেনু

ইউরোপে ফের বাড়ছে করোনা সংক্রমণ


জার্মানি, ফ্রান্স এবং স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, জার্মানিতে গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হবার ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, একদিনে ১ হাজার ২০০’র বেশি রোগী সনাক্ত হয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মের ছুটিতে দেশের বাইরে ভ্রমণে যাবার কারণে দেশের কিছু এলাকায় সংক্রমণের এই ঊর্ধ্বগতি।

অন্যদিকে, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫২৪ জন নতুন কভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন। গত মে মাসে দেশটিতে আরোপিত কঠোর লকডাউন তুলে নেওয়ার পর এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।

এদিকে, স্পেনের কর্মকর্তারা মঙ্গলবার (১১ আগস্ট) জানিয়েছেন, দেশটিতে একদিনে ১ হাজার ৪১৮ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। তাছাড়া, এখনো দেশটির ৬৭৫টি এলাকায় করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

স্পেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন এই সংক্রমণকে দেশটির জন্য সবচেয়ে ‘গুরুতর পরিস্থিতি’ বলে বর্ণনা করছেন।

স্পেনে এ পর্যন্ত সোয়া তিন লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ এবং বিশ্বে সংক্রমণের দিক থেকে ১১তম।

এডিবি/