ন্যাভিগেশন মেনু

ইকুয়েডরে খনি ধসে ৫ জনের মৃত্যু


অবৈধ সোনার খোঁজে খননের জন্য পরিচিত উত্তরাঞ্চলীয় ইকুয়েডরের প্রত্যন্ত অঞ্চলে একটি খনিতে ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে ইকুয়েডরের উত্তর-পশ্চিমাঞ্চলে অবৈধ খননের ফলে ভূমিধসটি ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর )দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এ কথা জানায়।

ন্যাশনাল রিস্ক অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস জানায়, কলম্বিয়া সীমান্তবর্তী এসেমেরাল্ডাসে প্রদেশে এ খনি ধসের ঘটনা ঘটে। এসেমেরাল্ডাস ইকুয়েডরের অন্যতম দরিদ্র প্রদেশ। এটি কাঠ ও মাদক পাচারসহ অবৈধ কার্যকলাপের জন্য পরিচিত।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো ট্যুইট বার্তায় বলেন, ‘আমি জনগণের জীবন রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে ঝুঁকি ও জরুরি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি।’

সিবি/এডিবি