ন্যাভিগেশন মেনু

পদ্মায় তলিয়ে গেলো ডাম্ব ফেরি


মাদারীপুরে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় তলিয়ে গেছে রানীগঞ্জ নামে একটি ডাম্ব ফেরি।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে ফেরিটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ডাম্ব ফেরিটির উদ্ধারে অভিযান চলছে বলে জনান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানায়, সাড়ে ১০টার দিকে ফেরিটি ৭টি ট্রাক, ৫টি যাত্রীবোঝাই বাস ও ৭টি ছোট গাড়ি নিয়ে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসছিলো। ফেরিটিতে যাত্রী ও কর্মীসহ চার শতাধিক মানুষ ছিলো।

এ সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি রাত ৪টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়।

আজ সোমবার সকালে ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে বিআইডাব্লিউ ও বিআইডাব্লিউটিসি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ডাম্ব ফেরি হলো ইঞ্জিনবিহীন ফেরি। অর্থাৎ এই ফেরির নিজস্ব ইঞ্জিন নেই। যানবাহন ওঠানোর পর অন্য একটি শক্তিশালী জাহাজ বা ইঞ্জিনবোট ফেরিটিকে ঠেলে বা টেনে নিয়ে যায়। ব্রিটিশ শাসনামলে এই মডেলের ফেরিগুলোর প্রচলন হয়। যার কিছু এখনো পদ্মা নদীতে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের মধ্যে চলাচল করে।

স্থানীয় সাংবাদিকরা জানান, রাণীগঞ্জ ফেরিটির বয়স অন্তত ষাট বছর হবে।

এস এ /এডিবি