ন্যাভিগেশন মেনু

ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে বিধিনিষেধ আরোপ


ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চলাফেরার উপর ফের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এখন লকডাউন এড়াতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে টেলিভিশন ভাষণে বলেছেন, পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠছে। কিন্তু তার সরকার লকডাউনের পুনরাবৃত্তি এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

তিনি আরও বলেছেন, দ্বিতীয় মেয়াদে লকডাউন এড়াতে এই ব্যবস্থাগুলো মেনে চলার কোনো বিকল্প নেই।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রেস্তোরাঁগুলোর খোলা রাখার সময়ের ওপর এবং গণজমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেটিংয়ের দোকানগুলো রাত ৯টা থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অপেশাদার ক্রীড়া প্রতিযোগিতা এবং স্থানীয় মেলাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব ধরনের স্থানীয় উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স আরও জানিয়েছে, নতুন নিয়মে রেস্টুরেন্টগুলোতে প্রতি টেবিলে মাত্র ছয়জনকে খাবার পরিবেশন করার অনুমতি দেওয়া হবে।

পর পর দুইদিন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতালি সরকার এ নিয়মগুলো জারি করে।

বিশ্বে করোনা সংক্রমণের শুরুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইতালি।

ওয়াই এ/এডিবি