ন্যাভিগেশন মেনু

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩২


ইথিওপিয়ার গোলযোগপূর্ণ ওরোমিয়া অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র গ্রুপের সপ্তাহান্তের বেপরোয়া হামলায় অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও সশস্ত্র গোষ্ঠীটি বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এতে করে ৭০০-৭৫০ জন বাস্তুহারা হয়ে পড়েছে।

সোমবার (২ নভেম্বর) দেশটির জাতীয় মানবাধিকার কমিশন এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ইথিওপীয় মানবাধিকার কমিশনের (ইএইচআরসি) এক বিবৃতিতে বলা হয়, সরকারিভাবে মৃতের সংখ্যা ৩২ জন বলা হলেও ইএইচআরসি এ হত্যাযজ্ঞের ঘটনায় প্রাথমিকভাবে যে তথ্য হাতে পেয়েছে তাতে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এ/ওআ