ন্যাভিগেশন মেনু

ইফতারে রাখতে পারেন আমের সুস্বাদু ডেজার্ট


এবার গ্রীষ্মের মধ্যেই পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় ইফতারে বা ইফতারের পর ঠান্ডাজাতীয় খাবার খেতে কার না ইচ্ছে করে। ইফতারের সময় হওয়ার পর থেকে এশার নামাজ পর্যন্ত এই সময়টুকুতে এমন কিছু খাবার খাওয়া উচিত, যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। যে খাবারগুলো শরীরের ঘাটতি পূরণ করবে।

ইফতারের আয়োজনে ঠান্ডাজাতীয় খাবার বা ইফতারের উপকরণ হিসেবে আমের সুস্বাদু ডেজার্ট  হতে পারে বিশেষ রেসিপি।

আসুন জেনে নিই আমের সুস্বাদু ডেজার্ট তৈরির প্রস্তুত প্রণালী:

উপকরণ:

খোসা ছাড়িয়ে এক কেজির মতো আম

> ১/৪ কাপ পানি,

> ৩/৪ কাপ চিনি,

> ২ টেবিল চামচ গ্লুকোজ পাউডার,

> ১ চা চামচ চায়না গ্রাস,

> স্বাদ অনুযায়ী লবণ ও লেবুর রস।

প্রক্রিয়া:

আমের টুকরো, চিনি ও পানি একসঙ্গে ব্লেন্ড করুন। একদম মিহি হয়ে গেলে ভালো করে ছেঁকে নিবেন। বের হওয়া তরলে গ্লুকোজ পাউডার মিশিয়ে আরও একবার ব্লেন্ড করুন। ২ টেবিল চামচ পানি গরম করে তাতে চায়না গ্রাস মেশান। কয়েক মিনিটের মধ্যেই এসব ফুলে উঠবে। এরপর আমের পিউড়ির মধ্যে সেসব যোগ করবেন। তারপর লবণ ও লেবুর রস মিশিয়ে নেবেন।

এখন স্বাদ পরখ করার পর যদি মনে হয় সবই ঠিক আছে তাহলে বাটিতে ঢেলে ফ্রিজে জমতে দিন। প্রতি দুই ঘণ্টা পর পর একবার হ্যান্ড ব্লেন্ডার করে ফাটিয়ে নিবেন। এত করে মসৃণ হয়ে উঠবে। জমে যাওয়ার আগ পর্যন্ত ব্লেন্ডার চালিয়ে যাবেন। এভাবে চার-পাঁচবার ফুটাবেন। হয়ে গেল আপনার তৈরি আমের সুস্বাদু নতুন ডেজার্ট। এবার নিজের ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন প্রিয় মানুষকে। এক্ষেত্রে আম যদি ভালো মিষ্টি হয় তাহলে চিনি কিছুটা কম হলেও হবে।

এস এ/এডিবি/