ন্যাভিগেশন মেনু

ইবি ছাত্রদের জন্য বিশেষভাবে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই এবং কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করেছে।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https:/services.nidw.gov.bd/registration) রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ২ নম্বর ফরম (নিবন্ধন ফরম) অনলাইনে যথাযথভাবে পূরণ করে আবেদনের প্রিন্ট কপি, জন্মসনদ, এসএসসি পাশের সনদ, শিক্ষার্থীর পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি সংযুক্ত করে আগামী ৬ অক্টোবরের মধ্যে নিজ নিজ উপজেলা নির্বচন কমিশন অফিসে জমা দিতে হবে।

উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় অবস্থান করছে সে সব শিক্ষার্থীকে অত্র বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

সিবি/এডিবি/