ন্যাভিগেশন মেনু

ইভটিজিংয়ের ঘটনায় সালিশ, ছুরিকাঘাতে ৩ জনের মৃত্যু


মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সালিশে ছুরিকাঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩ জন পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯) ও একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মিন্টু প্রধান (৪৭)।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করে জানান,  প্রথমে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে সৌরভ গ্রুপের লোকজন ইমন গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে ইমন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাকিব। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু প্রধান মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াই এ/ওআ