ন্যাভিগেশন মেনু

ভারতে স্যানিটাইজার ঢেলে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা


ভারতের উত্তরপ্রদেশের এক সাংবাদিক ও তার বন্ধুকে স্যানিটাইজার দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। 

সোমবার (৩০ নভেম্বর) এ ঘটনায় গ্রামের পঞ্চায়েত প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, লখনউয়ের সংবাদপত্র রাষ্ট্রীয় স্বরূপে কাজ করতেন ৩৭ বছরের সাংবাদিক রাকেশ সিং নির্ভিক ও তার ৩৪ বছরের বন্ধু পিন্টু সাহু।

গত শুক্রবার লখনউ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে বলরামপুরে রাকেশের গ্রামের বাড়ি থেকে তাদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে পিন্টু ঘটনাস্থলেই মারা যান। আর রাকেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয়।

মৃত্যুর আগে দেওয়া শেষ জবানবন্দিতে হাসপাতালকে রাকেশ জানিয়েছেন, তিনি নিয়মিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার ছেলের দুর্নীতির বিরুদ্ধে সংবাদপত্রে লিখতেন। 

আড়াই মিনিটের একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, 'সত্য খবরের রিপোর্টিং করার এটাই হলো মূল্য।'

ঘটনার তিনদিন পর সোমবার এই অপরাধের জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে বলরামপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুই সাংবাদিকের গায়ে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ঢেলে তাদের জ্বালিয়ে দিয়েছে অভিযুক্তরা। 

গত মাসেই লখনৌয়ের এক হিন্দি দৈনিকের সাংবাদিক এবং তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে।

এডিবি/