ন্যাভিগেশন মেনু

ইরানের ৪ গোয়েন্দার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা


ইরানি-আমেরিকান সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসিহ আলিনেজাদকে অপহরণের ব্যর্থ চক্রান্তে জড়িত চার ইরানি গোয়েন্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে, ইরান ভিত্তিক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা আলিরেজা শাহভারোগী ফারাহানি এবং ইরানি গোয়েন্দা কর্মী মাহমুদ খাজেইন, কিয়া সাদেগী ও ওমিদ নুরি।

ভয়েস অব আমেরিকা জানায়, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ওই চারজনকে তেহরানের সমালোচক নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিককে অপহরণের ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করেন। এরপরই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ইরান ষড়যন্ত্রের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণের প্রধান আন্দ্রেয়া গ্যাকি বলেন, ‘ইরানি সরকারের অপহরণের চক্রান্ত আরেকটি উদাহরণ যে তারা তাদের সমালোচকদের কণ্ঠ রোধ করার চেষ্টা অব্যাহত রাখতে চায়। তারা যেখানেই থাকুক না কেন, বিদেশে ভিন্নমতাবলম্বীদের চিহ্নিত করা এটাই প্রমাণ করে যে ইরান সরকারের দমন করার ক্ষমতা সীমানার বাইরেও বিস্তৃত।’

নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে ওই চারজনের যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সমস্ত সম্পত্তি আটকে রাখা এবং তাদের ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে কোনও লেনদেন নিষিদ্ধ করা।

অর্থ মন্ত্রণায় আরও জানায়, অন্যান্য যারা আমেরিকান নয় তারা যদি ওই চারজনের সঙ্গে কোনও নির্দিষ্ট লেনদেন করে তাহলে তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

সিবি/এডিবি/