ন্যাভিগেশন মেনু

ইরানে করোনা নিয়ে বিশেষজ্ঞের মতামত প্রকাশ করায় সংবাদপত্র বন্ধ


ইরানে করোনাভাইরাস মহামারি নিয়ে একজন বিশেষজ্ঞের মতামত প্রকাশের জন্য ব্যবসা সম্বন্ধীয় সংবাদপত্র জাহানে সাদাত -এর প্রকাশনা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

সোমবার (১০ আগস্ট) ইরান সরকার জাহানে সাদাত -এর প্রকাশনা বন্ধ করে দেয়।

জানা যায়, ওই বিশেষজ্ঞ তার মতামতে জানিয়েছিলেন যে, ইরানে করোনাভাইরাস সংক্রমণ যে হারে ঘটেছে তার মাত্র ৫ শতাংশ সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞ, মুহাম্মদ রেজা মাহবুবফার, যিনি সরকারের করোনা-বিরোধী অভিযানে কাজ করেছেন, তিনি বলেছেন, ইরানে মৃতের সংখ্যা আরও প্রকাশিত সংখ্যার চেয়ে আরও ২০গুন বেশি হতে পারে।

দেশটির সরকারি হিসেব আনুযায়ি এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ২৪৪ জন। সুত্র: ভয়েস অব আমেরিকা

এডিবি/