ন্যাভিগেশন মেনু

ইলিশ ধরার দায়ে ৩১ জেলের কারাদণ্ড


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শিবচরের পদ্মা নদী থেকে ৫১ জেলেকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে মঙ্গলবার সারা দিনে ৩৫ জনকে এবং রাতে ১৬ জনকে আটক করা হয়। আটকদের মধে্য ৩৫ জনের বিচার কাজ শেষ হয়েছে বাকি ১৬ জনের সাজা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশের একাধিক সদস্য।

মাদারীপুর জেলা মৎস্য অফিস জানায়, মৌসুমের শুরু থেকেই ইলিশ শিকার বন্ধে মাদারীপুরের পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়ে আসছে। ২৪ ঘণ্টা একাধিক টিম এ অভিযান পরিচালনা করছে। প্রশাসনের তৎপরতায় চলতি মৌসুমে পদ্মায় জেলেদের উৎপাত অপেক্ষাকৃত কম ছিল। যারা নিষেধ অমান্য করে মাছ শিকার করছে তাদের আটক করে সাজা দেওয়া হচ্ছে। মাছ ধরার কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ইলিশ ধরা নিষিদ্ধের সময়সীমার একেবারে শেষ দিকে এসেও অভিযান অব্যাহত আছে। গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দিবাগত ভোর রাত পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে মোট ৫১ জন জেলেকে আটক করা হয়। 

সিবি/ওআ