NAVIGATION MENU

ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড


সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ ধরার দায়ে ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রবিবার (২৫ অক্টোবর) রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ২২ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে আটকদের প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো এতিখানায় বিতরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচির ঠাকুরপাড়া গ্রামের চান মিয়া (৪০), বেলকুচি চরের আব্বাস (৩২), নূরে আলম (২৬) ও শাকিল (১৯), চরবেল গ্রামের খাইরুল (৩০), কবিরুল (৩০), রফিকুল (৪০) ও সোলেমান (১৯), মূলকান্দি গ্রামের আলমগীর (২৮) ও ইউসুফ (৩৮) এবং চৌহালী উপজেলার চাদপুর গ্রামের সোনা মিয়া (৩৫), মান্নান (৩০), দুলাল (৪৩) ও মজিবর (৪১), বারবালা গ্রামের ফরিদুল (৩১), ফরজ আলী (৫২), সামিউল (১৯), খোরশেদ (৩২) নাইম (২০), বোয়ালকান্দি গ্রামের রবিউল (২৬), হাসেম (৩৫) ও চালুহারা গ্রামের কাইয়ুম (১৯)। 

এস এ/ওআ