ন্যাভিগেশন মেনু

ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই থেকে মিষ্টি দই, বাঙালিয়ানায় পরিপূর্ণ অমিতাভ বচ্চন


বাংলার জামাইবাবু তো পরে হয়েছেন। তার অনেক আগে থেকেই অমিতাভ বচ্চনের প্রাণের শহর কলকাতা। কাহিনী তবেকার, যখন তিনি বলিউডের শাহেনশা ছিলেন না। ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে ডেবিউর সম্ভাবনাও তখন তৈরি হয়নি। 

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক তরুণ তখন কলকাতায় চাকরির পাশাপাশি ভাগ্যান্বেষণে। তখনই কলকাতার সঙ্গে অমিতাভের প্রথম পরিচয় হয়েছিল। মৃণাল সেনের ‘ভুবন সোম’-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি।

বাংলা ও বাঙালিয়ানার নাম শুনলেই মুখে একটা হাসি ছড়িয়ে পরে বিগ বি’র। ভাল বাংলাও বলতে পারেন, আবার বাংলার প্রত্যেকটি আবেগ-নস্ট্যালজিয়াও মনে রাখেন। তারই প্রমাণ মিলল অমিতাভ বচ্চনের বিজয়ার শুভেচ্ছায়। একটি পেন্টিংয়ের ছবি টুইটারে শেয়ার করেছেন বিগ বি। 

ক্যাপশনে লিখেছেন, জন্মসূত্রে বাঙালি না হলেও এভাবেই বাঙালিয়ানা ছড়িয়ে রয়েছে অমিতাভের মনের প্রত্যেকটি কোণে। বিজয়ার শুভেচ্ছায় তা প্রতিফলিত হয়েছে। বিজয়ার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে স্মৃতিমেদুর বলিউডের শাহেনশা। 

দুই দশক পূর্ণ করেছে তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ ছবি ‘মহব্বতে’। এই ছবির মাধ্যমেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন বিগ বি। শেয়ার করেছেন সেই ছবিও।

এস এস