ন্যাভিগেশন মেনু

ই-কমার্স প্রতারণা:

ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার এবং এমডির বিরুদ্ধে মানববন্ধন


ই-কমার্স প্রতিষ্ঠান 'আনন্দের বাজারের' ৩ শত কোটি টাকা অর্থপাচারের প্রতিবাদে গতকাল শুক্রবার (১৭.০৬.২০২২) বিকেলে প্রেসক্লাবের সামনে ৪ হাজার ক্ষতিগ্রস্থ ভুক্তভােগী গ্রাহকরা এক মানববন্ধনে অংশগ্রহন করে। দশ-এগারাে মাসে ও অর্ডারকৃত পণ্য কিংবা টাকা ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্থ গ্রাহকরা তাদের হতাশা ও দুর্ভোগের চিত্র নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার। 

পাশাপাশি আনন্দের বাজারের দেশ থেকে পলায়নরত সিইও আহমদুল হক খন্দকার মিঠু এবং তার সহধর্মিণী ও চেয়ারম্যান মুনাল রুবাইয়্যাত-ই-তাসনীমের পাসপাের্ট বাতিল করে দেশে ফিরিয়ে এনে গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহনে সরকারের কাছে দাবী জানান। 

ভুক্তভােগী গ্রাহকদের গুলশান থানায় দায়েরকৃত ২টি এবং সিএমএম কোর্টে ১টি মামলার পাশাপাশি চেক প্রতারণার শতাধিক মামলায় ও আশানুরুপ অগ্রগতি না হওয়ায় তারা তাদের হতাশা ব্যক্ত করে।

তাছাড়া সিআইড়ির রিপাের্টে ও ৩ শত কোটি টাকার অর্থপাচারের সত্যতা পাওয়া নিয়ে গত ২৫ মার্চ দৈনিক বণিকবার্তায় এক রিপাের্ট প্রকাশিত হয়।

গ্রাহকদের অভিযােগ মিঠু খন্দকার বিভিন্ন সােশ্যাল মিডিয়ার গ্রুপ কলে এসে গ্রাহকদের হুমকি ধামকি ও সরকার পরিবর্তনের মেরুকরণে তাদের দেখে নিবেন বলে ও হুমকির কথা উল্লেখ করেন।