ন্যাভিগেশন মেনু

ঈদের ছুটি শেষে অনুশীলনে টাইগাররা


পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, ‘কোভিড-১৯ টেস্টের প্রথম অংশটি ১৬ মে শেষ হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশের আগে গতকালও ক্রিকেটারদের পরীক্ষা হয়েছে।’

সিরিজের মূল লড়াইয়ের আগে বিকেএসপিতে ২০ মে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর তিন ম্যাচ সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। ২১ মে বিকেএসপিতেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা দল।

আগামী ২৩ মে থেকে ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে আরও একবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৮ মে বেলা আড়াইটায়।

সিরিজ শেষে বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা না হলেও ২৯ মে বাংলাদেশ ছাড়ার আগে করোনা পরীক্ষা করা হবে লঙ্কান ক্রিকেটারদের।

এমআইআর/এডিবি/