NAVIGATION MENU

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা


সারাদেশেই বৃষ্টি এখন প্রায় শূন্যের কোঠায় থাকলেও ঈদের দিন থাকছে বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৬ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ‘আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ১ আগস্ট অর্থ্যাৎ ঈদের দিন বৃষ্টি একটু কম হলেও উত্তর-পূর্বাঞ্চল এবং কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বা) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার ২ ও ৩ আগস্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘২৭ জুলাই রাত থেকে কক্সবাজারের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

ঈদের দিনের পূর্বাভাসে আফতাব উদ্দিন বলেন, ‘ঈদের দিন উপরের (উত্তর-পূর্বাঞ্চল) দিকে বৃষ্টি থাকবে একটু বেশি। বিশেষ করে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট – এসব অঞ্চলে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, হালকা হতে পারে।’

ওয়াই এ/ এডিবি