ন্যাভিগেশন মেনু

ঈদে বাজারে আসছে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট


ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় নতুন টাকা। বিশেষ করে ঈদের এই সময়টাতে বাজারে ব্যাপক হারে বাড়ে নগদ টাকার চাহিদা। এ চাহিদাকে মাথায় রেখে প্রতিবছর দুই ঈদে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

এবারও তার ব্যতিক্রম হয়নি। বারের ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন মূল্যমানের নতুন টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তিন মাসে ১৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে এসেছে।’

তিনি বলেন, পুরোনো টাকার হিসাব সেভাবে হচ্ছে না। তবে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী টাকা সরবরাহ করা হবে, সব প্রস্তুতি রয়েছে।’

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গত বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় বন্ধ রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক।

এমআইআর/এডিবি