ন্যাভিগেশন মেনু

ঈদে বাড়ি ফেরা: ব্যক্তিগত গাড়ির চাপ বেশি পাটুরিয়া ঘাটে


ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত ছোট গাড়ির চাপ রয়েছে বেশি। তবে বাসের চাপ কম থাকায় ভোগান্তি ছাড়াই নৌ-রুট পারাপারের সুযোগ পাচ্ছে ব্যক্তিগত ছোট গাড়ির চালক ও যাত্রীরা।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। তবে অপেক্ষায় নেই কোনো বাসের সারি। যে কারণে ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে ব্যক্তিগত ছোট গাড়িগুলো।

মাগুরামুখী ছোট গাড়ির এক চালক বলেন, ভোগান্তির বিষয়টি চিন্তা করে ভোরে গাজীপুর থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।  কোনো ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠার সুযোগ হয়েছে তার।

তবে, ফেরিঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌ-রুট পারের অপেক্ষায় থাকা একাধিক ট্রাক চালক জানান, শনিবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসেছেন তিনি। এখনো নৌ-রুট পারাপারের সুযোগ পাননি।

তারা জানান, বাস এবং ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করায় তাদের ভোগান্তি বেশি।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ রয়েছে। তবে ট্রা অপেক্ষমাণ কোনো সারি নেই।

এডিবি/