ন্যাভিগেশন মেনু

ডাকাতি করতে এসে পিস্তলসহ ১০ মামলার আসামী গ্রেপ্তার


বগুড়ার নন্দীগ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে পিস্তলসহ ১০ মামলার আসামী আটক হয়েছে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। 

শনিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ডাকাত আইয়ুব আলী (৩৫) নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত কৃষক আব্দুল হাকিমের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রড দিয়ে বেদম মারধর করে ডাকাতেরা। একপর্যায়ে ঘরের বাক্স ভেঙে নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও প্রায় ১ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা।

এ সময় প্রতিবেশীরা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে ছুটে গেলে ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে দৌড় দেয়। তখন এলাকাবাসী ধাওয়া করে আইয়ুব আলী  নামে ডাকাত দলের এক সদস্যকে ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে গিয়ে ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে দেশি একটি পিস্তল, এক রাউন্ড গুলি, হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, পিস্তুল ও গুলিসহ ডাকাতি দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানাসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

এ এস বি/ এস এ/এডিবি