ঈদ
মনিরুজ্জামান রোহান
ঈদ মানে আনন্দ খুশি রাশি রাশি
ছোট সোনামণিদের বাঁধভাঙা হাসি।
ঈদগাহে ঈদ নামাজ পড়ি সবাই একমনে
কোলাকুলি আর ঈদি পেয়ে পুলক জাগে মনে।
ঘরে ঘরে রান্না হয় সেমাই-মাংস-পোলাও
সুখে-দুঃখে মিলেমিশে হাতে-হাত মেলাও।
নতুন সাজে সাজব আজ গাইব ঈদের গান
‘ঈদ মোবারক’ জয়ধ্বনিতে উচ্ছ¡সিত প্রাণ।
নতুন জামা জুতো আর পাঞ্জাবি গায়
এই দিনে সবাই মিলে ঘুরে বেড়ায়।
হিংসা-বিদ্বেষ ভুলে করি কোলাকুলি
সৌহার্দ, সম্প্রীতি আর ভালোবাসায় দুলি।
মনিরুজ্জামান রোহান
কবি, গবেষক ও সম্পাদক
র্কমর্কতা: বাংলা একাডমেী।