ন্যাভিগেশন মেনু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০

ঈশ্বরদীতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত


পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ শুরু হবে ৪ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে ‘উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি ও জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান। 

আরও বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার এবং মা ও শিশু বিষয়ে ডা. আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর সানোয়ার রহমান খোকন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলার ১৬৮টি কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান জানান, ঈশ্বরদীতে ২৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর কর্মসূচি থাকলেও বিশেষ কারণে তারিখ পরিবর্তন করে ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

তিনি জানান, এ বছর উপজেলা, পৌর ও সাত ইউনিয়ন মিলে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৩৯ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮ হাজার ৬৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। 

ডা. আসমা খান বলেন, মঙ্গলবারের সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিবি/এডিবি