ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ


পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ জুন) দুপুর ১২টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে ১৪৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা ও ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।

ঈশ্বররদী উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস।

ইউএনও কার্যালয় সুত্রে জানা যায়, মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ২০২০-২১ অর্থ বছরে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ঈশ্বরদীর দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণের জন্য নির্ধারণ করা হলে আজ তা বিতরণ করা হয়।

ঈশ্বরদীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪৯ জন ছাত্রীর প্রত্যেককে শিক্ষাবৃত্তির ৬০০ টাকা করে মোট ৮৯ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ ছাত্রীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।

জেএইচ/সিবি/এডিবি/