ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে খেলাঘরের ৩ দিনের কর্মসূচি উদ্বোধন


পাবনার ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের তিনদিনের কর্মসূচি উদ্বোধন হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের গল্প বলা ও চলচ্চিত্র উৎসব-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শান্তির পায়রা উড়িয়ে তিনদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) জয়দেব ভদ্র।

আনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির সহ-সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত বিশ্বাস এবং যৌথভাবে সভা সঞ্চালনায় ছিলেন খেলাঘর সংগঠক মোস্তাফিজুর রহমান তুমান ও সিরাজুল ইসলাম শিরু।

এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, দৈনিক ইত্তেফাক ঈশ্বরদী সংবাদদাতা স্বপন কুমার কুন্ডু, খেলাঘর উপজেলা কমিটির সভাপতি দেওয়ান আবুল হাশেম, সাধারণ সম্পাদক প্রভাষক জাকিরুল মওলা সুমনসহ খেলাঘর উপজেলা ও বিভিন্ন শাখা কমিটির সদস্য ও সুধীজনেরা।

আলোচনাসভার পর মুক্তিযুদ্ধের গল্প শোনান খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য দিলরুবা কাজল। পরে ‘স্টপ জেনোসাইড’-চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই কর্মসূচির দ্বিতীয় দিন ২৮ মার্চ ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস এবং তৃতীয় দিন ২৯ মার্চ কর্মসূচির শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ উপস্থিত থাকবেন বলে সংগঠন সুত্রে জানা গেছে।

জেএইচ/সিবি/এডিবি