ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন


‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’-প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, শিক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি সরকার, তথ্য সেবা কর্মকর্তা চন্দ্রা বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

প্রধান অতিথি আব্দুস সালাম খান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। কর্মক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে ইউএনও ইমরুল কায়েস বলেন, সংবিধানে নারী ও শিশুদের সুরক্ষার কথা বলা আছে। বর্তমান সরকার নারী ও শিশুদের সুরক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। যারা নারী ও শিশুদের ওপর অন্যায় আচরণ করছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তিনি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

এস এ /এডিবি