ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা


পাবনার ঈশ্বরদীতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২০-২১’ এর অংশ হিসেবে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)।

বিএসআরআই-এর এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে দুইপর্বে অনুষ্ঠিত প্রথম পর্বের সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আজাহার আলী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফউদ্দীন আহমেদ এবং বিএসআরআআই-এর গবেষণা পরিচালক ড. সমজিৎ কুমার পাল।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসআরআই-এর প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহাবুবুর রহমান।

মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন বিএসআরআই-এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম রেজাউল করিম।

অংশীজন হিসেবে সভায় পাবনা সুগার মিল প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি মিলে মোট ৬২ জন অংশগ্রহণ করেন।

কৃষকদের মধ্যে কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, বেলি বেগম মো. রফিক উদ্দিন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে ‘কারিগরি ফ্যাশন’ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই-এর প্রযুক্তি হস্তান্তর পরিচালক ড. এএসএম আমান উল্লাহ।

জে এইচ/এডিবি