ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ট্রেন থেকে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২


২৬৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে ঈশ্বরদী-ঢালারচর রুটে চলাচরকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলো, রংপুরের পীরগাজার আব্দুর রশিদের ছেলে মো. জুয়েল (২৮) ও পাবনার চাটমোহরের মৃত মান্নান সরকারের ছেলে সুমন সরকার (২৫)। এদের বিরুদ্ধে ঈশ্বরদী রেল থানায় মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে থানা সুত্রে জানা যায়, রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে পাবনা-ঢালারচর অভিমুখি ঢালারচর এক্সপ্রেস ট্রেনে করে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) রাত ৭টার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাহাবুদ্দিনের নির্দেশনায় এসআই মো. জাকির হোসেন, রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ওই ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জুয়েল ও সুমন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুজনকে ধরে ফেলে। পরে তার কাছে রাখা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রেলওয়ে জংসন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুর্মকার বাংলাদেশ পোস্টকে বলেন, জুয়েল ও সুমন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা দীর্ঘদিন থেকে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি ও ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেল জংসন স্টেশন থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার পাবনা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সিবি/ওআ