ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে তিনশতাধিক ছিন্নমূলের মাঝে কম্বল বিতরণ


পাবনার ঈশ্বরদীর পৌর অরণকোলা এলাকার বাসিন্দা প্রয়াত আবু বকর পরিবারের অর্থায়নে তিনশতাধিক ছিন্নমূল দরিদ্রকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ‘আবু বকর মেমোরিয়াল লাইব্রেরির’-আয়োজনে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এতে গাজীপুর কৃষি ইন্সটিটিউটের কর্মকর্তা কৃষিবিদ ড. আরিফুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন - ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দীন, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, পৌরসভারর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম, ঈশ্বরদী উপজেলা কুষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ নুরুজ্জামান বিশ্বাস বলেন, শুধু একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন ছিন্নমুল গৃহহীনদের শান্তিতে ঘুমানোর জন্য নতুন বাড়ি তৈরি করে দিচ্ছেন তেমনি দেশের বিত্তবান সকলের দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

জে এইচ/ এস এ/এডিবি