ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা পেলো ১২ হাজার মানুষ


পাবনার ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ লাখ করোনার গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সাত ইউনিয়নসহ পৌর এলাকায় গণহারে এই টিকা দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশকে মুক্ত রাখার জন্য সরকার ইউনিয়ন পর্যায়ে গত ৭ আগস্ট থেকে গণহারে টিকাদান কার্যক্রম শুরু করে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় গণহারে টিকা প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়।

ঈশ্বরদীর প্রতিটি ইউনিয়নে ও পৌর এলাকার টিকাকেন্দ্রে নারী-পুরুষ উভয়কে টিকা দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান।

তিনি বলেন, দিন দিন মানুষের টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা করোনাকালীন সময়ে ব্যস্ত সময় পার করছেন। তারা ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত মানুষকে টিকা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার উপজেলার সাত ইউনিয়নে ও পৌর এলাকায় গণহারে টিকা দেওয়া হয়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে এসে টিকা নেন।

তিনি জানান, উপজেলার সাত ইউনিয়নের প্রতি ইউনিয়নে ১ হাজার ৫০০ করে ১০ হাজার ৫০০ এবং পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ৫০০ করোনার টিকা। একদিনে মোট ১২ হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা পাওয়ার অপেক্ষায় নারী-পুরুষের দীর্ঘ লাইন। তারা একে একে টিকা নিচ্ছেন।

সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, দিন যতোই যাচ্ছে মানুষ ততোই করোনার টিকা নিতে আগ্রহী হয়ে উঠছে। সরকারের সঠিক ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবে টিকা প্রদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

জেএইচ/সিবি/এডিবি/