ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


পাবনার ঈশ্বরদীতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে আওয়ামী লীগ, সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার (১৭ মার্চ) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসন পরিষদ কার্যালয় চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ইউএনও পিএম ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো - জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, বৃক্ষরোপন ও দোয়া মাহফিল।

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনাসভা ও জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। দুপুরে মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং হাসপাতাল মাদরাসায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া সন্ধ্যায় ফানুস উড়ানো ও আতশবাজি অনুষ্ঠিত হবে। রাতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী শহরের স্টেশন সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তোহিদুজ্জামান দোলন বিশ্বাস, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঈশ্বরদীর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে, আলোচনাসভা ও দোয়া মাহফিল করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে ঈশ্বরদীর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়।

জে এইচ/ এস এ /এডিবি