ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন


পাবনার ঈশ্বরদীতে কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল, বৃক্ষরোপন ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে শহরের স্টেশন সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও বেগম মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ও আওয়ামী লীগ শিল্প-বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন তুহিনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র ইছাহাক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির আহ্বায়ক মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজিব মালিথাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা কেন্দ্রের ‘মুজিব চত্বরে’ বেগম মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পায়রা অবমুক্তকরণ, দোয়া ও সন্ধ্যায় রেলওয়ে বুকিং অফিস এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করে দিবসটি পালন করে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ শিল্প-বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন।

এসব কর্মসূচিতে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারাসহ জালাল উদ্দিন তুহিন সমর্থক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জি এইচ/এমআইআর/এডিবি/