ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে বালুবোঝাই তিনটি ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৪


পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে অবৈধ বালুবোঝাই তিনটি ড্রামট্রাকসহ চার বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তদের আটক করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আটককৃতদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

আটক চারজন হলেন - সলিমপুর ইউনিয়নের আতিয়ার সরদারের ছেলে বাদশা সরদার (৫০), আটঘরিয়া উপজেলার সোনাকন্দর গ্রামের মৃত রোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), যশোর জেলার অভয়নগর থানার বাশুয়ারি গ্রামের মৃত মিজানুর শেখের ছেলে এনামুল শেখ (২২) ও লালপুর থানার মহেশ্বর টাঙ্গাইল পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সবুজ আলী (২১)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন থেকে তিনটি বালুবোঝাই ড্রামট্রাক রূপপুর মোড়ের দিকে আসার সময় পুলিশ সড়কে ট্রাকগুলো থামায়। এ সময় তাদের কাছে বালুর বিষয়ে জিজ্ঞেস করা হলে এবং নদী থেকে বালু উত্তোলনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়। পরে ট্রাকসহ চারজনকে আটক করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, লালনশাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজসহ পদ্মা নদীর বাঁধ হুমকির মুখে ফেলে অবৈধ বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন ও পরিবহণ করে আসছিলো। এ ছাড়া লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন কৃষি জমি থেকে মাটি কেটেও ব্যবসা করছিলো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, এই আটকের ঘটনায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে বুধবার আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

জে এইচ/ এস এ /এডিবি