ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে বিএসআরআই-এর মাঠ দিবস অনুষ্ঠিত


পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের (বিএসআরআই) উদ্যেগে ‘সুগারক্রপের আধুনিক প্রযুক্তি ও পরিচর্যা’ শীর্ষক মাঠ দিবস-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিএসআরআই এর এই মাঠ দিবসটি বাস্তবায়ন ও অর্থায়নে প্রতিষ্ঠানটির সমন্বিত গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ন কবির। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (কৃষি) মঞ্জুরুল হক, বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) ড. নুরুল কাশেম, জাহাঙ্গীর আলম, মাহাবুব হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) রেজাউল করিম, মোস্তাক আহমেদ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাভুক্ত সাঁড়া ইউনিয়ন এলাকার সিআইসি সাজেদুল ইসলাম সাধু মাঠ দিবসের সমন্বয় করেন।

আলোচনায় বক্তারা দেশের মানুষের চিনির চাহিদা পূরণে আখের আবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, মাঠে শুধু আখের বীজ বপন করে ফলন ভালো আশা করলে হবে না। ফলন ভালো পেতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আখ চাষের পরিচর্যা করতে হবে। এতে আখ মোটাতাজা হবে ও রসের পরিমাণ বেশি থাকবে। মাঠ দিবসের অনুষ্ঠানে ৭৫ পুরুষ ও ৫ জন নারী কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেএইচ/ ওয়াই এ/এডিবি