ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে মশক নিধন কর্মসূচির উদ্বোধন


শীত শেষে মশার বৃদ্ধিরোধ ও কামড় থেকে জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে পাবনার ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু হয়েছে।

সোমবার (১ মার্চ) সকালে শহরের প্রধান স্টেশন সড়কে কদমতলা সংলগ্ন ড্রেনে মশা নিধন ওষুধ ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ইছাহক আলী মালিথা।

এ সময় মেয়র বলেন, ঈশ্বরদী শহরসহ সর্বত্র কিউলেক্স ও এডিস মশা নিধন ও নিয়ন্ত্রণে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মশা বিস্তাররোধে এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি পৌরবাসীকে মশা নিয়ন্ত্রণে রাখতে সচেতন হওয়া এবং নিজবাড়ির আঙিনার আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবুল হাশেম, ইউসুফ আলী প্রধান, আমিনুর রহমান স্বপন, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ মিন্টু, রহিমা খাতুন, স্যানিটারি পরিদর্শক আবুল কায়ছার সুজা প্রমুখ।

স্যানিটারি পরিদর্শক আবুল কায়ছার সুজা আজকের বাংলাদেশ পোস্টকে জানান, করোনার পরিস্থিতি চলাকালীন অবস্থায় যদি ডেঙ্গুর প্রার্দুভাব দেখা দেয় তাহলে জনগণের মাঝে আতঙ্গ দেখা দিতে পারে। এজন্য আগেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মশা ছাড়াও এডিস মশার লাভা বিনষ্টের ওষুধ ছেটানো হবে ঈশ্বরদী পৌর এলাকায়।

জেএইচ/সিবি/এডিবি