ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড প্রদান


পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট কার্ড (নাগরিকত্ব পরিচয় পত্র) প্রদান করা হয়েছে।

রবিবার ও সোমবার দুইদিনে ৩৭৮ জন মুক্তিযোদ্ধাকে এ কার্ড প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের কার্ড প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি।

ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ৭০০ জন।

নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি জানান, স্মার্ট কার্ড প্রদানের জন্য ৪৫০ জন মুক্তিযোদ্ধার তালিকা নির্বাচন কমিশন কার্যালয়ে পাঠানো হয়। ৪৫০ জনের মধ্যে থেকে ৩৭৮ জনের কার্ড আমরা হাতে পাওয়ায় গত রবিবার ও সোমবার দুইদিনে তাদের মাঝে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

এর আগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকে ইউএনও শিহাব রায়হান স্মার্ট কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের কার্ড প্রদান শুরু করা হয়।

এস এ / এস এস